শুরু হয়েছিল অমাবস্যার একদিন পর থেকেই । আমাদের দুর্গা পুজো স্থির হলো নবমীর সন্ধ্যায়,শনিবার। আমরা দুই বাঙালী পরিবার রোজই সন্ধ্যাবেলা একবার করে মাকে দর্শনের লোভে আশ্রমে যেতাম। সেখানে আরতি হতো, পরে গরবা ও ডান্ডিয়া নাচ।গুজরাটিরা অম্বা মায়ের পুজো করতেন, অম্বা মা দূর্গার ই আর এক রূপ। মা দুর্গার প্রতিমার নীচেই অম্বা মাকে রাখা হয়েছিল। ওইখানেই আমি ও বেবী রোজ আলোচনা করেছি কী মেনু কতটা পরিমানে হবে ইত্যাদি ইত্যাদি। সকলের সহযোগিতা ও উৎসাহে মায়ের ভোগ রান্না করা হলো। মেনু হলো লুচি, আলুর দম, খিচূড়ি, বেগুন ভাজা, লাবরা, চাটনী, পায়েস, গুলাব জামন, আর নারকেল নাড়ু । আমরা সকলে নিজেদের মধ্যে রান্নার দায়িত্ব ভাগ করে নিলাম ।প্রথমে বড় বড় হাড়ি, কড়াই, খুন্তি দেখে একটু নার্ভাস লাগছিল কিন্তু সকলের উৎসাহের কাছে তা কিছুই না।শুধু আমরা বাঙালীরাই না একই উদ্দম নিয়ে অবাঙালীরাও সমস্ত কাজে উৎসাহে সমানভাবে অংশগ্রহন করেছিল। মোটামুটি ৮০-৮৫ জনের রান্না করা হলো। সন্ধ্যা ৬ টায় পুজো শুরু হওয়ার কথা তাই বিকাল ৫ টার মধ্যেই আমরা সমস্ত রান্না করে ফেললাম। বাড়ী এসে তৈরী হয়ে আবার যখন আশ্রমে পৌঁছলাম তখন মাইকে ভেসে আসছিল সৌমেনের মন্ত্রাচারণের শব্দ। আশ্রমে পৌঁছে দেখি সেখানে উৎসাহী মানুষের ঢল নেমেছে। লোকমুখে ছড়িয়ে পড়ায় এত ভীড়। তবে এত ভীড় সত্ত্বেও কোনো কোলাহল নেই শুধু শোনা যাচ্ছে মন্ত্রাচারণের শব্দ। এরপর শুরু হল অঞ্জলি,ও তারপরে হলো আরতি।এরপরে স্বামীজী দুর্গা পুজো সন্মন্ধে কিছু বললেন, কে কীভাবে প্রথম দুর্গা পুজো শুরু করেন। খুব কম সময়ের জন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। শুধু বাচ্চারা বন্দেমাতারম গাইল। অল্প সময়ের জন্য শ্রীযুক্ত ঝাঁ মশাই এসেছিলেন ।এরপর ভোগের ব্যবস্থা করা হল। ৮০ জনের জায়গায় প্রায় ১১৫ জন মতো হয়ে গেল, সমস্ত কিছুই বেশ ভালোভাবে শেষ হলো।
দশমীর দিন অবাঙালীদেরও দশেরা। ওইদিন গুজরাটিরা ছোটছোট মেয়েদের পা ধুইয়ে মুছে পুজো করে বস্ত্র ও খাদ্য দান করে প্রণাম করল। এরপর আরতি হলো। শ্রীযুক্ত ঝাঁ মশাই কিছু বক্তব্য রাখলেন ।এরপর নমস্কার ও কোলাকুলির পালা ও সব শেষে ছিল মহাপ্রসাদ। মহাপ্রসাদের আয়োজন গুজরাটি মহিলারাই করেছিলেন । দুপুরের খাওয়া শেষ হতে জ্যোতি ঘোষণা করলেন আজ রাত্রিতে তার বাড়ীতে খাওয়া স্বামীজীকে নিয়ে। সন্ধ্যায় আবার আরতি হলো। আমাদের ইচ্ছা ছিল সিন্দুর খেলার কিন্তু স্বামীজী তার অনুমতি দিলেন না । এরপর মা ও তার চার পুত্র কন্যাকে বাক্সবন্দী করা হলো আবার পরের বছরের প্রতীক্ষায়। তারপর আমরা সবাই বিজয়া সেরে যে যার গন্তব্যে ফিরে গেলাম। আমাদের এই পুজো সুন্দরভাবে হওয়ার পিছনে য়ার অবদান সবথেকে বেশী তিনি হলেন স্বামীজী, তিনি ছাড়া এটা করা সম্ভব ছিল না। ফিজির ইতিহাসে এটি একটি বিশাল দৃষ্টান্ত হয়ে রইল, এত আনন্দ বোধহয় দেশের মাটিতেও করিনি।
১১ই জুলাই , ২০০৮
লাউটোকা(ফিজি)
7 comments:
MASIMA KHUB SUNDOOR LIKHECHHEN...2007 PUJO CHOKHER SAMNE BHESE UTLO...THANK YOU..
Suchismita, tomar golpo shune boRo anondo pelam...e jeno nijer baRir pujor moto....
Boroi anonder sangbad aar lekha ta o bhishon bhalo.
Khub mangaler katha- ebar theke Fiji te Ma Durga'r anusthanik puja aarambho- jene hub bhalo lagchhe.
Khub bhalo laglo ei lekhati porte; pujar saswato rupti chokher shamne dekhte pelam.
Tobe bhog rannar jaegata pore tomader khomotar proshongsha na kore parchhi na.
Shraddha.
khub bhalo laglo fijir durgapujor golpo pore.ato lokerranna korechile pore tomar khomotar prosgsha na kore parchi na.abar aro annando koro ar abar golpo likho amader jonno.
Fiji r matite durgapuja r bornona pore daarun laglo.asha kori proti bochor erokom somahore ma'r pujo hobe ar sobai sob dukho bhule anonde mete uthbe.
didi, tomar golpo pore nijer barir pujor katha mone pore jachhilo
Post a Comment