Saturday, August 2, 2008
সিঙ্গাপুরে দুর্গাপুজো:
সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার একটা ছোট্ট দেশ।চারিদিক সমুদ্র দিয়ে ঘেরা একটা দ্বীপ।এখানে বসবাসকারী মানুষের মধ্যে বেশীরভাগই চীনা,মালয় ও দক্ষিণ ভারতীয়।তবে বাঙালীর সংখ্যাও নেহাত কম না,আর যেখানে বাঙালী সেখানে দুর্গা পুজো হতেই হবে।
সিঙ্গাপুর এ মোট চারটি পুজো হয়ে থাকে।
১. খালশা বেঙ্গলী অ্যাসোসিয়েশন এর পুজো।
২. বাংলাদেশীরা ২টো পুজো করে থাকে।
৩. রামকৃষ্ণ মিশনের দুর্গা পুজো।
আমরা বাঙালীরা সাধারনত রামকৃষ্ণ মিশন ও খালশা অ্যাসোসিয়েশন এর দুর্গা পুজোতে সমবেত হয়ে থাকি। মা দুর্গার মূর্তি সূদুর কুমোরটুলি থেকে আনা হয়। যা পর পর ৩ বছর এখানেই থাকে। এখানকার বাঙালীরা যে পুজোর আয়োজন করেন,তা খুবই সুন্দর, বাঙালীয়ানায় ভরপুর। ষষ্ঠী’তে বোধন এর মাধ্যমে পুজো আরম্ভ হয়, সপ্তমী, অষ্টমী, নবমীতে পুষ্পাঞ্জলি, অষ্টমী, নবমীর সন্ধ্যিক্ষণে সন্ধিপুজো, অষ্টমীতে কুমারি পুজো সবই আচার অনুষ্ঠান শ্রদ্ধা ও ভক্তির সাথে ৫ দিন ধরে পালন করা হয়।
আমরা যতক্ষন এখানে থাকি যেন ভুলে যায় যে আমরা নিজের দেশ ছেড়ে অন্য দেশে আছি। ঢাকের শব্দ আমাদের সব কিছু ভুলিয়ে দেয়। আমরা আনন্দে নেচে উঠি ঢাকের তালে তালে। প্রতিদিন সন্ধ্যেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ভাবে আমরা বাঙালীরা সিঙ্গাপুরের দুর্গাপুজোয় ৫ দিন প্রানভরা আনন্দে মেতে উঠি।
তৃষিতা ভট্টাচার্য্য গোস্বামী
সিঙ্গাপুর
২৮ শে জুলাই,২০০৮
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Trishita tomar shange amadero Singapurer pujo dekha hoye galo.:)
Post a Comment